মাধ্যমিক ইতিহাস সাজেশন2022।সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দশম শ্রেণীর ইতিহাস।

মাধ্যমিক ইতিহাস সাজেশন:  সংস্কার :বৈশিষ্ট্য ও পর্যালোচনা

   প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর । [উওর সহ]

মাধ্যমিক ইতিহাস সাজেশন2022।সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দশম শ্রেণীর ইতিহাস।
দশম শ্রেণির ইতিহাস সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা সাজেশন

  1. এশিয়াটিক সোসাইটি স্থাপিত হয় 1784 খ্রিস্টাব্দে

  2. ব্রাহ্মণ নন্দ নামে পরিচিত ছিলেন কেশব চন্দ্র সেন

  3. নীলদর্পণ রচনা করেন দীনবন্ধু মিত্র

  4. স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার

  5. ভারতে পাশ্চাত্য শিক্ষার ম্যাগনাকার্টা বলা হয় উডের ডেসপ্যাচ কে

  6. মধ্যবিত্ত শ্রেণী কথাটি প্রথম উল্লেখ পাওয়া যায় বঙ্গদূত পত্রিকা

  7. নীলদর্পণ নাটক কে আঙ্কেল টমস কেবিন এর সমতুল্য বলে মনে করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

  8. হিন্দু কলেজের বর্তমান নাম প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়

  9. ব্রাহ্ম ধর্মের প্রবর্তক ছিলেন রামমোহন রায়

  10. তত্ত্ববোধিনী সভা এর প্রতিষ্ঠা করে দেবেন্দ্রনাথ ঠাকুর

  11. কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম ডক্টরেট ডিগ্রী প্রাপ্ত বিজ্ঞানী হলেন রসিকলাল দত্ত

  12. কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন লর্ড ক্যানিং

  13. কলকাতা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা হলেন উয়িলিয়াম বেন্টিক

  14. কেশব সেন সম্পাদিত পত্রিকার নাম ইন্ডিয়ান মিরর

  15. গ্রামবার্তা প্রকাশিকা প্রকাশ করেন হরিনাথ মজুমদার

  16. হিন্দু পেট্রিয়ট পত্রিকা সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখার্জী

  17. স্বামীজি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন 1897 খ্রিস্টাব্দে

  18. প্রাচ্য-পাশ্চাত্য দ্বন্দ্বের অবসান ঘটে লর্ড বেন্টিঙ্ক এর আমলে

  19. ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন লর্ড ওয়েলেসলি

  20.  কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন জেমস উইলিয়াম কোলভিল

  21. স্ত্রী শিক্ষা না হলে আমাদের পশুজন্ম ঘুচবে না এ কথা বলেছেন স্বামী বিবেকানন্দ

  22. কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় 1781 খ্রিস্টাব্দে

  23. অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন গঠন করে ডিরোজিও

  24. উনিশ শতকের নবজাগরণ কে ঐতিহাসিক প্রতারণা বলেছেন বিনয় ঘোষ

  25. ভারতীয়দের শিক্ষার জন্য কোম্পানিকে প্রতি বছর অন্তর এক লক্ষ টাকা ব্যয় করার  হয়

  26. কথা বলা 1813 খ্রিস্টাব্দে সনদ আইনে

  27. সতীদাহ প্রথা রদ হয়েছিল যে আইনের দ্বারা তা হল রেগুলেশন- XVII

  28. ফকির অব জঙ্গিরা কাব্য গ্রন্থটি রচনা করেন ডিরোজিও

  29. ভারতের চিকিৎসা বিদ্যার পাঠক্রমের সব ব্যবচ্ছেদ কে প্রথম অন্তর্ভুক্ত করেন হেনরি হ্যারি গুবিড

  30. আধুনিক ভারতের জনক বলা হয় রামমোহন রায় কে

  31. ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন কেশব চন্দ্র সেন

  32. নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত

  33. নব্য বেদান্ত প্রচার করেন স্বামী বিবেকানন্দ

  34. এনকোয়ারার পত্রিকা ছিল নব্য বঙ্গীয় দের

  35. আত্মীয় সভা এর  প্রতিষ্ঠাতা হলেন রামমোহন রায়

  36. বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত

  37. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন লর্ড ক্যানিং

  38. তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত

  39. রাজা রামমোহন রায়ের তুহাফৎ উল মুয়াহিদ্দিন গ্রন্থটি লেখা হয়েছিল -ফারসিতে

  40. উডের ডেসপ্যাচ প্রকাশিত হয় 1858 খ্রিস্টাব্দে

  41. নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ প্রকাশ করেন : জেমস লং

  42. সতীদাহ প্রথা রদ হয় 1829 খ্রিস্টাব্দে

  43. সর্বধর্ম সমন্বয় আদর্শ প্রচার করেছিলেন শ্রীরামকৃষ্ণ

  44. সাধারন জনশিক্ষা কমিটি গঠিত হয় 1823 খ্রিস্টাব্দে

  45. উনিশ শতকের নারী শিক্ষার সঙ্গে সরাসরি সম্পর্কিত প্রতিষ্ঠানটি হলো বিটন স্কুল বা বেথুন স্কুল

  46. ইয়ংবেঙ্গল বার নববঙ্গ বলা হতো অনুগামীদের ডিরোজিও অনুগামীদের

  47. প্রাচ্যবাদী হিসেবে পরিচিত ছিলেন উয়িলিয়াম জন্স

  48. দীনবন্ধু মিত্রের নীলদর্পণ একটি জাতীয়তাবোধ মুলক নাটক

  49. যত মত তত পথ বলতে শ্রীরামকৃষ্ণ বোঝাতে চেয়েছেন সর্বধর্ম সমন্বয়ের আদর্শ

  50. এশিয়াটিক সোসাইটি তৈরি হয়েছিল প্রাচ্যবিদ্যা চর্চার জন্য

  51. ১৯শতকের বাংলার নারী শিক্ষার বিষয়টি কেন্দ্রীয় আলোচ্য ছিল বামাবোধিনী পত্রিকা

  52. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ

  53. ভারতে প্রথম শব ব্যবচ্ছেদ করেন মধুসূদন গুপ্ত

  54. গ্রামবার্তা প্রকাশিত হয় কুষ্টিয়া থেকে

  55. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয় 1858 খ্রিস্টাব্দে

  56. কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ডঃ এম জে ব্রামলি

  57. নব বেদান্ত বলা হয় স্বামী বিবেকানন্দের মতবাদক নব বেদান্ত স্রষ্টা হলেন স্বামী বিবেকানন্দ

  58. হুতুম প্যাঁচার নকশা রচনা করেন কালীপ্রসন্ন সিংহ

  59. হুতুম পেঁচা কার ছদ্মনাম কালীপ্রসন্ন সিংহ

  60. ব্রাহ্ম সমাজের মুখপাত্র ছিল তত্ত্ববোধিনী পত্রিকা

  61. জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন আলেকজান্ডার ডাফ

  62. কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন ওয়ারেন হেস্টিংস

  63. চুইয়ে পড়া তথ্য প্রচার করেন মেকলে

  64. জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন এর বর্তমান নাম কটিজ চার্জ কলেজ



অতি সংক্ষিপ্ত উত্তর ধর্মী [প্রশ্ন প্রশ্নের মান 1 নম্বর]


  1. ব্রাম্মসমাজ কে, কবে প্রতিষ্ঠা করেন?

  2. হুতােম প্যাঁচার নকশা এরূপ নামকরণের কারণ কী?

  3. শ্রীরামপুর কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?

  4. রাজা রামমােহন রায়ের সমাজসেবামূলক নানা কাজকর্ম উল্লেখ করে।

  5. কত খ্রিস্টাব্দে ‘হুতােম পঁাচার নকশা’-র প্রথম ভাগ প্রকাশিত হয়?

  6. ‘হিন্দু প্যাট্রিয়ট' পত্রিকা কোন্ বিদ্রোহকে সমর্থন করেছিল?

  7.  বিজয়কৃয় গােস্বামী কোন্ আন্দোলন গড়ে তােলেন?

  8. Man Making Religion' কথাটি কে বলেছেন?

  9. রামমােহন রায়ের মৃত্যুর পর কে ব্রাম্মসমাজের হাল ধরেন ?

  10. কোন্ সমাজসংস্কারকের আন্দোলনের ফলে সতীদাহপ্রথা রদ হয়? 

  11. কোন গভর্নর জেনারেলের আমলে সতীদাহ নিবারণ আইন প্রবর্তিত হয় ? 

  12. স্বামী  বিবেকানন্দ কোথায় ও কবে বিশ্বধর্ম সম্মেলনে যােগ দেন?

  13. নীল বিদ্রোহের কাহিনি কোন পত্রিকা প্রকাশ করেছিল?

  14. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক কে ছিলেন?

  15. উনিশ শতকে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম কী?

  16. ভারতের প্রথম মহিলা চিকিৎসকের নাম কী?

  17. কলকাতা মেডিকেল কলেজ কোন্ বছর প্রতিষ্ঠিত হয়?

  18. আলেকজান্ডার ডাফ কর্তৃক প্রতিষ্ঠিত একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম করাে

  19. এশিয়াটিক সােসাইটির প্রতিষ্ঠাতার নাম লেখাে। - 

  20. ‘আর্যসমাজ কে প্রতিষ্ঠা করেন? 

  21. ব্রাক্ষ্মসমাজ কে, কবে প্রতিষ্ঠা করেন?  

  22.  ‘নীলদর্পণ' নাটক কোন্ পটভূমিকায় লেখা হয়েছিল?

  23. কোন্ পত্রিকাকে গ্রামীণ সংবাদপত্রের জনক’ বলা হয় ?

  24. বিদ্যোৎসাহিনী সভা কে স্থাপন করেন?

  25.  নব্যবঙ্গ দলের একজন সদস্যের নাম লেখাে। |  

  26. হিন্দু কলেজ কোন বৎসর প্রতিষ্ঠিত হয়েছিল?  

  27. ‘বিধবাবিবাহ আইন' কোন বৎসর পাস হয়?  

  28. ফোর্ট উইলিয়ম কলেজ কেন প্রতিষ্ঠিত হয়?

  29. হরিশচন্দ্র মুখােপাধ্যায় কে ছিলেন? 

  30. বাংলায় কোন শতককে ‘নবজাগরণের শতক' বলা হয় ?


সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান 2 নম্বর


  1. ব্রাহ্মসমাজ এর যেকোনো দুটি সমাজ সংস্কারমূলক কাজের উল্লেখ করো

  2. ফোর্ট উইলিয়াম কলেজ কেন প্রতিষ্ঠিত হয়েছিল

  3. ভারতে আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রসারের ক্ষেত্রে চার্লস উড এর দুটি সুপারিশ উল্লেখ করো

  4. গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার গ্রামীণ সমাজের কোন দিকগুলো তুলে ধরা হয়েছে

  5. নারী শিক্ষার প্রসারে বিদ্যাসাগরের উদ্দেশ্য কি ছিল

  6. কী উদ্দেশ্যে সাধারন জনশিক্ষা কমিটি গঠিত হয়

  7. কাঙাল হরিনাথ কাকে এবং কেন বলা হয়

  8. শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়

  9. কবে কি উদ্দেশ্যে কলকাতা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয়

  10.  তিন আইন কী

  11. বামাবোধিনী পত্রিকার উদ্দেশ্য কি ছিল

  12. হান্টার কমিশন গঠিত হয়েছিল কেন

  13. হাজী মুহাম্মদ মহসিন কে ছিলেন

  14. ১৯শতকে সমাজ সংস্কার আন্দোলন গুলির প্রধান লক্ষ্য কি ছিল

  15. ডিরোজিও বিখ্যাত কেন

  16. সৈয়দ আহমেদ খান কোন মুসলমানদের ভারতীয় জাতীয় কংগ্রেসের যোগ দিতে নিষেধ করেছেন

  17. বাংলা নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা

  18. ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ বিভক্ত হল কেন

  19. মেকলে মিনিট কি

  20. সমাজ সংস্কারে নব বঙ্গীয় দের ভূমিকা কি ছিল

  21. নব্য বঙ্গ কাদের বলা হয় এর উদ্দেশ্য কি ছিল

  22. ইয়ংবেঙ্গল সম্পর্কে টীকা

  23. নব বেদান্ত কি

  24. ভারতের শিক্ষার ইতিহাসে 1813 খ্রিস্টাব্দে সনদ আইন এর গুরুত্ব কি

  25. প্রাচ্য ও পাশ্চাত্য বাদী কাদের বলা হয়

  26. সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য

  27. মধুসূদন গুপ্ত কে ছিলেন

  28. গ্রামবার্তা প্রকাশিকা কেন ব্যতিক্রমী পত্রিকা ছিল

  29. বাংলা নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা কি


বিশ্লেষণধর্মী প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান 4 নম্বর


  1. নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা করো

  2. পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো

  3. পরিস্রাবণ তত্ত্ব বলতে কি বুঝায়

  4. ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান ধর্ম প্রচারক দের অবদান আলোচনা করো

  5. ডেভিড হেয়ার স্মরণীয় কেন

  6. নারী  সমাজের কল্যাণের বামাবোধিনী পত্রিকার অবদান কি ছিল

  7. এদেশে ইংরেজি শিক্ষা বিস্তারের ক্ষেত্রে প্রাচ্যবাদী ও পাশ্চাত্য বাদীর বিতর্ক সম্পর্কে লেখ

  8. চার্লস উডের নির্দেশনামা সংক্ষেপে আলোচনা করো

  9. ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের প্রভাব আলোচনা করো

  10. উনিশ শতকে বাংলায় নবজাগরণের বিতর্ক আলোচনা করো

  11. আর্য সমাজ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো

  12.   স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো

  13. হুতুম প্যাঁচার নকশা গ্রন্থের উনিশ শতকের বাংলার সমাজ চিত্র পাওয়া যায় আলোচনা করো

  14. এদেশের চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা লেখ

  15. নীলদর্পণ নাটক থেকে উনিশ শতকের বাংলার সমাজ এর কিরূপ প্রতিফলন পাওয়া যায়

  16. কে ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন এবং কবে সমাজ সংস্কারের ক্ষেত্রে ব্রাহ্ম সমাজের অবদান লেখ

  17. হাজার 900 থেকে নারী শিক্ষা বিস্তারে বেথুন কি ভূমিকা গ্রহণ করেছিল


রচনাধর্মী প্রশ্ন প্রতিটি [প্রশ্নের মান 8 নম্বর]  

  1. বাংলার নবজাগরণের বৈশিষ্ট্য আলোচনা করো

  2. 19শতকে বাংলার নবজাগরণের প্রকৃতি ও চরিত্র আলোচনা করো

  3. পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে দেবী স্বীকারও বেথুন সাহেবের অবদান আলোচনা করো

  4. ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের সরকারি ও বেসরকারি উদ্যোগে আলোচনা করো

  5. রাজা রামমোহন রায় সম্পর্কে আলোচনা করো

  6. সমাজ সংস্কারক শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখ

  7. হাজার 900 তোকে বাংলার সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজ গুলির ভূমিকা ছিল

  8. উচ্চ শিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো

  1. স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কার এর অভিমত কি ছিল তার নববিধান এর বৈশিষ্ট্য গুলি লেখ

  2. বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনর সংক্ষিপ্ত বিবরণ করো

  3. হাজার 900 ত্বকের সমাজ সংস্কারে প্রেক্ষিতে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলন ও বিধবা বিবাহ প্রচলন আন্দোলন দুটি তাৎপর্য বিশ্লেষণ করো।নব্য বঙ্গ গোষ্ঠী কিভাবে উনিশ শতকের ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেছিল?

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

পড়াশোনা বিষয়ক গুরুত্বপূর্ণ আপডেট পেতে তাড়াতাড়ি

WhatsAp Group Join Now
Telegram Group Join Now