রবীন্দ্রনাথ ঠাকুর জীবন কাহিনী।rabindranath tagore biography

                রবীন্দ্রনাথ ঠাকুর এর জীবনী pdf

রবীন্দ্রনাথ ঠাকুর জীবন কাহিনী।rabindranath tagore biography
রবীন্দ্রনাথ ঠাকুর


রবীন্দ্রনাথ ঠাকুর ( ১৮৬১-১৯৪১ ) : জন্ম জোড়াসাঁকোর বাড়িতে । রবীন্দ্রনাথের পড়াশােনা চলত ঘরেই , মাধব পণ্ডিতের কাছে । প্রথম স্কুল ওরিয়েন্টাল সেমিনারি । তারপর বেঙ্গল একাডেমি , সেন্ট জেভিয়ার্স স্কুল । কিন্তু স্কুলের পাঠ শেষ করতে পারেননি । স্কুলে প্রথাগত শিক্ষা না হলেও বাড়িতে গৃহশিক্ষকের কাছে জ্ঞানার্জনে কোনাে ত্রুটি ঘটেনি । ছাপার অক্ষরে রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত কবিতা ‘ হিন্দু মেলার উপহার ’ ( ৩০ মাঘ ১২৮১ ) । কবির বয়স তখন ১৩ বছর ৮ মাস । ১৮ বছর বয়সের মধ্যে কবি ‘ বনফুল ’ , ‘ কবিকাহিনী ’ , ‘ ভানুসিংহের পদাবলী ’ , ‘ শৈশব সংগীত ’ ও ‘ রুদ্রচণ্ড ’ রচনা করেন । জ্ঞানাঙ্কুর ’ পত্রিকায় প্রকাশিত ‘ ভুবনমােহিনী প্রতিভা তার প্রথম গদ্য প্রবন্ধ । ১৮৮৪ খ্রিস্টাব্দ থেকে রবীন্দ্রনাথ পিতার আদেশে দেশের বিভিন্ন অঞ্চলে জমিদারি দেখতে গিয়ে প্রকৃতির সুন্দর পরিবেশ তাকে রচনায় অনুপ্রাণিত করে । ১৯১২ খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ইংল্যান্ড যান । এই সময় বিখ্যাত ইংরেজ শিল্পী রােদেনস্টাইন কবির ইংরেজি অনুবাদে কাব্যসংকলন ‘ গীতাঞ্জলি ’ ( Song Offerings ) পাঠ করে মুগ্ধ হন । এই গ্রন্থের জন্যই তিনি ১৩১৩ - য় নােবেল পুরস্কারে সম্মানিত হন । তিনিই প্রথম নােবেলজয়ী ভারতীয় গেম । তিনি একাধারে কবি , সাহিত্যিক , দার্শনিক , শিক্ষাবিদ , সুরকার , নাট্যপ্রযােজক , চিত্রকর ও স্বদেশপ্রেমিক । দুটি স্বাধীন রাষ্ট্রের ( ভারত ও বাংলাদেশ ) জাতীয় সংগীতের রচয়িতা তিনি ।


কাব্যগ্রন্থ

রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থের মধ্যে আছে ‘ মানসী ’ , ‘ সােনার তরী ’ , ‘ চিত্রা ’ , ‘ বলাকা ’ , ‘ পুরবী ’ , ‘ মহুয়া , ‘ আকাশপ্রদীপ ’ , নবজাতক ’ , রােগশয্যায় ’ , ‘ আরােগ্য’ইত্যাদি । উপন্যাসের মধ্যে‘নৌকাডুবি ’ , ‘ গােরা ’ , ‘ যােগাযােগ , ‘ ঘরে - বাইরে ’ , ‘ চতুরঙ্গ ’ , ‘ চার অধ্যায় ’ , ‘ শেষের কবিতা’ইত্যাদি । নাটকের মধ্যে ‘ রাজা ও রাণী ’ , ‘ বিসর্জন ’ , ‘ রাজা ’ , ‘ ডাকঘর ’ , ‘ মালিনী ’ , ‘ অরূপরতন ’ , ‘ রক্তকরবী’ইত্যাদি । এছাড়া আছে অসংখ্য প্রবন্ধ , নৃত্যনাট্য , গল্প , চিঠিপত্র , স্মৃতিকথা ইত্যাদি ।

File Details:-

File Name:-  রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী pdf

File Format:- Pdf

Quality:- High

File Size:-  4Mb

PAGE- 60

File Location:- Google Drive

Download: click Here to Download


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

WhatsAp Group Join Now
Telegram Group Join Now