প্রথম ভারতীয় পুরুষের তালিকা । The first Indian male। Competitive Exams Related GK question answer

Skguidebangla চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বিভিন্ন কাজে বা বিষয়ের সাথে যুক্ত প্রথম ভারতীয় পুরুষ । বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা যেমনWBCS।WBCS preliminary।SSC। Railway Group D | PSC Clerkship | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় এই বিষয় থেকে অনেক প্রশ্ন আসে। তাই আজ  আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি প্রথম ভারতীয় পুরুষ এর নাম এর তালিকা ।নিচে The first Indian male in Bengali PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। 
প্রথম ভারতীয় পুরুষ । The first Indian male ,wbcs gk Question, competitive gk
প্রথম ভারতীয় পুরুষের তালিকা

প্রথম ভারতীয় পুরুষ Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

--------------------------------------------------------------------------

1. প্রথম ভারতীয় বিলাত যাত্রী - রামমােহন রায়

 
2. প্রথম ভারতীয় হাইকোর্টের প্রধান বিচারপতি - রমেশচন্দ্র মিত্র । 

3. প্রথম ভারতীয় বি . এ . ডিগ্রি লাভ -বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় , যদুনাথ বসু , সি . ডবলু , দামােদর পিল্লাই , বিশ্বনাথ পিল্লাই । 

4. প্রথম ভারতীয় ডেপুটি ম্যাজিস্ট্রেট - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।

5. প্রথম ভারতীয় ব্রিটিশ পার্লামেন্ট সদস্য – দাদাভাই নৌরজী । 

6. প্রথম ভারতীয় কংগ্রেস সভাপতি - উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় -28 ডিসেঃ 1885 । 

7. প্রথম ভারতীয় বড়লাট - চক্রবর্তী রাজা গােপালাচারী । 

৪. প্রথম ভারতীয় প্রধান মন্ত্রী - জওহরলাল নেহেরু -15 আগস্ট 1947 । 

9. প্রথম ভারতীয় উপ প্রধান মন্ত্রী – সর্দার বল্লভ ভাই প্যাটেল । 
.
10. প্রথম ভারতীয় গভর্নর - লর্ড সত্যেন্দ্র প্রসন্ন সিংহ -1920 ( বিহার ও উড়িষ্যার ) । 

11. প্রথম ভারতীয় রাষ্ট্রপতি – ডঃ রাজেন্দ্র প্রসাদ । 

12. প্রথম ভারতীয় উপরাষ্ট্রপতি - ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণান । 

13. ভারতের প্রথম ব্যক্তি পরমবীর চক্র প্রাপ্ত মেজর সােমনাথ শর্মা । 
ততততত তততততয
14. . প্রথম ভারতীয় পাইলট- জে আর ডি টাটা । সাদা ক্যানভাস 

15. অক্সিজেন ছাড়াই মাউন্ট এভারেস্ট পৌঁছানাে প্রথম ভারতীয় - শেরপা আঙ্গা দর্জি ।

16. b প্রথম ভারতীয় শিক্ষামন্ত্রী- মৌলানা আব্দুল কালাম আজাদ ।

17. ভারতের প্রথম মুসলিম প্রেসিডেন্ট - ডঃ জাকির হােসেন ( 13 May 1967 to 3rd May 1969 ) 

18.  ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম প্রেসিডেন্ট - বদরুদ্দিন তায়বজী । 

19. প্রথম ভারতীয় লােকসভার স্পিকার - গনেশ বাসুদেব মডালঙ্কর । 

20. প্রথম ভারতীয় কমান্ডার ইন - চিফ অফ ইন্ডিয়া - জেনারেল কারিয়াল্লা । 

21. .প্রথম ভারতীয় সেনাপ্রধানের প্রথম প্রধান জেনারেল মহারাজ রাজেন্দ্র সিংজী ।  


22. প্রথম ভারতীয় নৌ - প্রধান - ভাইস - অ্যাডমিরাল রাম দাস ( আর , ডি ) কাটারি । 

23. প্রথম ভারতীয় মিষ্টার ইউনিভার্স - মনােতােষ রায় -1951 ।


 24. প্রথম ভারতীয় সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি- হিরালাল জে কানিয়া । 

25. প্রথম ভারতীয় নােবেল পুরস্কার প্রাপক - রবীন্দ্রনাথ ঠাকুর -1913 । 

26. প্রথম ভারতরত্ন অ্যাওয়ার্ড পান -ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণান , চক্রবর্তী রাজাগােপালাচারী , সি ডি রমন -1954 । 

27. জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয়- জি , শঙ্কারা কুরাপ -1965 । 

28. ভারতের প্রথম পুরুষ ম্যাগসেসে পুরস্কার প্রাপ্ত আচার্য বিনােবা ভাবে -1958 ।  

29. প্রথম ভারতীয় অস্কার বিজয়ী - সত্যজিৎ রায় -1992 । 

30. সর্বপ্রথম বাঙালি পদ্মভূষণ পুরস্কার- স্যার জ্ঞান চন্দ্র ঘােষ 

31.  সর্বপ্রথম বাঙালি জাতীয় পুরস্কারের ধারাবাহিকতা - মহানায়ক উত্তম কুমার ( 1955,1961,1963,1968 ) 

32.  সর্বপ্রথম বাঙালি দাদাসাহেব ফালকে পুরস্কার জয়ী বীরেন্দ্রনাথ সরকার ( 1970 ) 

33. সর্বপ্রথম বাঙালি ভারতরত্ন পুরস্কার জয়ী- বিধানচন্দ্র রায় ( 1961 ) 

34. সর্বপ্রথম বাঙালি ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখােপাধ্যায় ( 2012-2017 )

 35. সর্বপ্রথম বাঙালি এভারেস্ট জয়ী- সত্যব্রত দাম ( 19 মে 2004 ) সাদা ক্যানভাস | 

36.  সর্বপ্রথম বাঙালি পদ্মবিভূষণ পুরস্কার- সত্যেন্দ্রনাথদত্ত ও নন্দলাল বসু -1954 ।


 37.  প্রথম ভারতীয় চলচিত্র পরিচালক- দাদাভাই ফালকে । 

38.  প্রথম ভারতীয় মহাকাশ যাত্রী - রাকেশ শর্মা -2 এপ্রিল 1984-7 দিন 21 ঘন্টা 40 মিনিট । 

31. প্রথম ভারতীয় ইংলিশ চ্যানেল পার - মিহির সেন -1958 । 

HhhhhTy hhh hhhh

40. প্রথম বাঙালি প্রতিবন্ধী সাঁতারু ইংলিশ চ্যানেল পার হয় – মাসুদুর রহমান বৈদ্য -2001 ।

41. বিপ্রথম ভারতীয় বিশ্ব বিজয়ী কুম্ভীগির - গামা 

42 ... প্রথম ভারতীয় ভূতাত্ত্বিক - প্রমথ নাথ বসু । সাদা ক্যানভাস 

43. প্রথম বাঙালি প্রত্নতাত্ত্বিক - রাখালদাস বন্দ্যোপাধ্যায় । 

44. প্রথম ভারতীয় আই , সি , এস – সত্যেন্দ্রনাথ ঠাকুর -1863 । 

45 . প্রথম ভারতীয় আই . সি . এস পদত্যাগ – সুভাষচন্দ্র বসু । 

45. প্রথম ভারতীয় এভারেস্ট উচ্চতা নির্ণায়ক - রাধানাথ শিকদার ।


 46. প্রথম ভারতীয় টেস্ট ক্রিকেট খেলোয়াড় – রণজিৎ সিংজী । 

47. প্রথম ভারতীয় টেষ্ট এ শতরান । প্রথম ও একমাত্র বােলার ডােনাল্ড ব্র্যাডম্যানের হিট উইকেট লাভ করেন- লালা অমরনাথ । 

48. প্রথম ভারতীয় ক্রিকেটার ওয়ান ডে তে শতরান - কপিল দেব ।

49. প্রথম ভারতীয় ক্রিকেটার ওয়ান ডে তে হ্যাটট্রিক- চেতন শর্মা । 

50. প্রথম ভারতীয় ক্রিকেটার ODI [ ক্রিকেটে 200 করেন- শচীন রমেশ টেন্ডুলকার ( বিপক্ষে সঃ আফ্রিকা , ফেব্রুয়ারি 2010 , গােয়ালিওর ) 

51. প্রথম ভারতীয় ক্রিকেটার টেষ্ট ক্রিকেটে অভিষেকে পরপর তিনটি ম্যাচে তিনটি সেঞ্চুরি করেন- মহম্মদ আজহারউদ্দিন । 

52. প্রথম ভারতীয় ইঞ্জিনিয়ার - নীলমণি মিত্র । 

53. প্রথম ভারতীয় ব্যারিস্টার - জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর । সাদা ক্যানভাস । 

54. প্রথম ভারতীয় জাতীয় অধ্যাপক – সি , ভি . রমণ ।

 55. প্রথম ভারতীয় মার্কিন কংগ্রেস সভ্য – দিলীপ সিং সৌন্দ । 

56. প্রথম ভারতীয় লেলিন পুরস্কার প্রাপক – সাইফুদ্দিন কিচুল -1952 । 

57. প্রথম ভারতীয় অ্যাডভােকেট জেনারেল - বি . ডি আয়েঙ্গার ।

 58. প্রথম ভারতীয় বৈমানিক - ইন্দ্রলাল রায়- ( 1898-1918 ) ।


 59. প্রথম ভারতীয় লন্ডন বিশ্ব বিদ্যালয়ে ডি . এস . সি – জগদীশ চন্দ্র বসু -1896 । 


60. প্রথম বাঙালি বহু ভাষাবিদ - হরিনাথ দে 

61. প্রথম বাঙালি সাইকেলে পৃথিবী ভ্রমণ করেন - রামনাথ বিশ্বাস- ( 1930-1940 ) ।

62. প্রথম বাঙালি সাংবাদিক – গঙ্গা কিশাের ভট্টাচার্য 

63. প্রথম বাঙালি নালন্দা বিশ্ব বিদ্যালয়ের অধ্যক্ষ – শীলভদ্র ।

64. প্রথম বাঙালি ভারতের স্বাধীনতা যুদ্ধে শহিদ – প্রফুল্ল চাকী ও ক্ষুদিরাম বসু 11 আগস্ট 1908 ।

 65. প্রথম বাঙালি কলকাতার মেয়র - চিত্তরঞ্জন দাশ -1924 ।

 66. প্রথম বাঙালি আত্মজীবনী রচনা করেন - দেবেন্দ্রনাথ ঠাকুর । 

67. প্রথম বাঙালি বাংলা ভাষায় শর্ট হ্যান্ড প্রবর্তক - দ্বিজেন্দ্রনাথ সিংহ ।

 64. প্রথম বাঙালি ভারতের বাইরে হিন্দু ধর্ম প্রচার - স্বামী বিবেকানন্দ -1893 । 

69. প্রথম বাঙালি তিব্বতে বৌদ্ধ ধর্ম প্রচার - অতীশ দীপঙ্কর । 

70. প্রথম বাঙালি পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী – ডঃ প্রফুল্ল চন্দ্র ঘােষ । 

71. প্রথম বাঙালি জ্ঞানপীঠ পুরস্কার জয়ী - তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় -1966 । 

72. প্রথম বাঙালি নির্বাচন কমিশনার - সুকুমার সেন ।

 73. প্রথম বাঙালি ব্যঙ্গচিত্র অঙ্কন করেন - গগনেন্দ্রনাথ ঠাকুর । 

 74. প্রথম বাঙালি চলিত ভাষায় উপন্যাস – টেকচাঁদ ঠাকুর । 

75. প্রথম বাঙালি রবীন্দ্র পুরস্কার লাভ – ডঃ নীহার রঞ্জন রায় ও সতীনাথ ভাদুড়ী -1950 । 

76. প্রথম বাঙালি এয়ার চীফ মার্শাল – সুব্রত মুখার্জী ।

 77. প্রথম বাঙালি প্রধান সেনাপতি - জয়ন্ত চৌধুরী- ( 1962-66 ) । 

78 , প্রথম বাঙালি ভারতে ও বিদেশে যাদুবিদ্যা প্রদর্শন কারী - পি . সি . সরকার । 

79. প্রথম বাঙালি বিদেশে ভারতে নৃত্য প্রদর্শক - উদয় শঙ্কর । 

 80. প্রথম বাঙালি শব ব্যবচ্ছেদক – কবিরাজ মধুসূদন গুপ্ত । 

৪1. প্রথম বাঙালি পশ্চিম বঙ্গের রাজ্যপাল - উঃ হরেন্দ্র কুমার মুখােপাধ্যায় ।

 82. প্রথম বাঙালি দীর্ঘ সময়ের ভারতীয় ক্রিকেট অধিনায়ক - সৌরভ গাঙ্গুলি - 1999-2005 । 

83. প্রথম বাঙালি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি – বিজন কুমার মুখােপাধ্যায় । 

84. প্রথম বাঙালি বিদেশে প্রধান সেনাপতি - কর্নেল সুরেশচন্দ্র বিশ্বাস । 

85. প্রথম বাঙালি বেলুন যাত্রী - রামচন্দ্র চট্টোপাধ্যায় ।

 ৪6. ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান - রাজীব গান্ধী খেলরত্ব প্রথম পুরস্কার পান- বিশ্বনাথন আনন্দ ( দাবা ) প্রতিবছর 29 আগস্ট দেওয়া হয়- ( 1991-1992 ) ।

87.প্রথম ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক গভর্নর চিন্তামন দ্বারকানাথ দেশমুখ । 

৪৪. প্রথম বাঙালি রেলমন্ত্রী হয়েছিলেন- আবু বরকত আলি গনিখান চৌধুরী [ 2 সেপ্টেম্বর 1982 ] । 

৪9. প্রথম ভারতীয় রেলমন্ত্রী - জন মাথাই ।

90. প্রথম ভারতীয় ক্রিকেট ক্যাপ্টেন- সি , কে নাইডু । 

91 , প্রথম বাঙালি ভারতের ক্রিকেট ক্যাপ্টেন -পঙ্কজ রায় ( 1959-1টি ম্যাচ , 2 টেস্ট -গাইকোয়াড চোট পাওয়ায় )

 92. আই পি এল এর প্রথম বল করেন - প্রবীন কুমার -18 এপ্রিল 2008 এবং প্রথম বল ব্যাট করেন সৌরভ গাঙ্গুলি । 
.
93. আই পি এল আউট হন- সৌরভ গাঙ্গুলি । 

94 , “ আই পি এল এর প্রথম উইকেট পান - জাহির খান । 

95.প্রথম পদ্মবিভূষণ পুরস্কার পান নন্দলাল বসু , জাকির হােসেন , সত্যেন্দ্রনাথ বসু , বালাসাহেব গঙ্গাধর খের , ভি কে কৃষ্ণ মেনন , জিগমি দর্জি ওয়াংচুক ( 1954 ) |

 96. প্রথম ভারতীয় মাউন্ট এভারেস্ট জয়ী / পদার্পণ কারী - অবতার সিং চেমা ( 20 মে 1965 ) 

97.  অর্থমন্ত্রী - আর , কে , সম্মুখম চেট্টি 

98.প্রথম ভারতীয় আইনমন্ত্রী - ড : বি . আর . আম্মেদকর 

99.প্রথম ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী - সর্দার বলদেব সিং 

100. প্রথম ভারতীয় কৃষি মন্ত্রী- ড : রাজেন্দ্র প্রসাদ 

File Details:-

File Name: প্রথম ভারতীয় পুরুষ [WWW.SKGUIDEBANGLA.IN]

File Format:- Pdf

Quality:- High

File Size:-  52KB

File Location:- Google Drive

DownloadClick  Here to Download



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

পড়াশোনা বিষয়ক গুরুত্বপূর্ণ আপডেট পেতে তাড়াতাড়ি

WhatsAp Group Join Now
Telegram Group Join Now