SSC Group C পদে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য সমূহ

🔵SSC Group C পদে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য সমূহ

1.পরীক্ষা হবে 2022 সালে জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাস নাগাদ। 


2.পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে পরীক্ষা কেন্দ্র রয়েছে। 


3.পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্র গুলি হল- কলকাতা,হুগলি ও শিলিগুড়ি।


4.আবেদনকারীরা নিজেদের পছন্দমতাে পরীক্ষা কেন্দ্র নির্বাচন করতে পারবেন।


4.পরীক্ষার সিলেবাস-কম্পিউটার বেসড অনলাইন পরীক্ষা হবে 200 নম্বরের। 


5.প্রশ্নের সংখ্যা 100 টি।অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান

 

6. পরীক্ষার সময় সীমা 1ঘন্টা। 


7.নেগেটিভ মার্কিং 0.5 অর্থাৎ একটি প্রশ্নের উত্তর

ভুল হলে 0.5 নম্বর কেটে নেওয়া হবে।


⬛যেসব বিষয় থেকে প্রশ্ন আসবে সেগুলি হল-

১) General Intelligence- 50 Marks

2) General Awareness- 50 Marks

৩) Quantitative Aptitude- 50 Marks

8) English Language-50 Marks


🔵গুরুত্বপূর্ণ তথ্য

যেহেতু এই নিয়ােগের ক্ষেত্রে বিভিন্ন শিক্ষাগত

যােগ্যতার মান রয়েছে তাই বিভিন্ন আলাদা আলাদা পদ অনুযায়ী প্রশ্নপত্রের মান ভিন্ন। অর্থাৎ যেসব পদগুলিতে শিক্ষাগত যােগ্যতা মাধ্যমিক পাশ সেক্ষেত্রে প্রশ্নপত্র হবে মাধ্যমিক মানের। একই রকম ভাবে বাকি গুলির ক্ষেত্রে উচ্চমাধ্যমিক বা স্নাতক স্তর মানের প্রশ্ন

থাকবে। তবে প্রতিটি পদের ক্ষেত্রেই নম্বর বিভাজন সমান।


No Comment
Add Comment
comment url