মাধ্যমিক পাশের কনস্টেবল নিয়োগ। আবেদন চলছে

মাধ্যমিক পাশের কনস্টেবল-ড্রাইভার নিয়োগ। আবেদন চলছে 

মাধ্যমিক পাশের কনস্টেবল নিয়োগ
মাধ্যমিক পাশের কনস্টেবল নিয়োগ

Central Industrial Security force মাধ্যমিক পাশের কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি বিস্তারিত জানতে নিচে দেওয়া পোস্ট টি মনোযোগ দিয়ে পড়ুন।

পদের নাম- Constable / কনস্টেবল-ড্রাইভার

মোট শূন্যপদ- 183 টি। (UR-76, SC-27, ST-13, OBC-49, EWS- 18)

পদের নাম- Constable/(Driver-cum-pump-Operator)

মোট শূন্যপদ- 268 টি। (UR-111, SC-40, ST-19, OBC-72, EWS-26 )


 আরও দেখুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি ২০২৩


বয়স- উভয় পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স 21 বছর থেকে 27 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। বয়স হিসাব করতে হবে 22.02.2022 অনুযায়ী।

শিক্ষাগত যোগ্যতা- যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ সহ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে আবেদন করতে পারবেন। এছাড়াও সংশ্লিষ্ট ক্ষেত্রে 3বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। www.cisfrectt.in গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার,শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।

আবেদন ফি- আবেদন ফি বাবদ Unreserved,OBC, EWS প্রার্থীদের ক্ষেত্রে 100/- টাকা। এবং SC, ST, PWD প্রার্থীদের ক্ষেত্রে কোনরূপ আবেদন ফি লাগবে না। 

আবেদনের শেষ তারিখ- 22 ফেব্রুয়ারি, 2023

নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের লিখিত পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে নিয়োগ করা হবে।

Download Official Notification 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

WhatsAp Group Join Now
Telegram Group Join Now