মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতায় কেন্দ্রীয় সরকারের গ্রুপ সি পোষ্ট নিয়োগ করা হবে।

কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশন Multi Tasking (Non Technical)  Staff & Havaldar পোষ্টে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। 


ই পোষ্টসমূহ কেন্দ্রীয় সরকারের গ্রুপ সি পোষ্ট। 

মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতায় মূলত ১৮ থেকে ২৫ বছর বয়সী যুবক-যুবতীদের নিয়োগ করা হবে। কোনো কোনো ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা রাখা হয়েছে ২৭.

MTS Vacancy 11000 around. Havaldar 500+ 

পরীক্ষার দরখাস্ত অনলাইনে চলবে ১৭ ফেব্রুয়ারী পর্যন্ত। ছবি আপ্লোডের সময় টুপি বা চশমা যুক্ত ছবির ব্যবহার চলবে না৷ 

পরীক্ষা বাংলা ভাষাতেও দেওয়া যাবে। সেশন ওয়ানে রয়েছে অঙ্ক, রিজনিং। ৪৫ মিনিটের এই পরীক্ষায় ২০+২০ টা প্রশ্ন।  মোট নম্বর ১২০ 

এই সেশনে কোনো নেগেটিভ মার্কিং নেই। এই সেশনে কোয়ালিফাই করলে তবেই সেকেণ্ড সেশনের খাতা দেখা হবে৷ 

সেকেণ্ড সেশনে থাকছে সাধারণ জ্ঞান ও ইংরেজি। ৪৫ মিনিটের এই পরীক্ষায় প্রশ্ন সংখ্যা ২৫+২৫ 

মোট ১৫০ নম্বরের এই সেশনে নেগেটিভ মার্কিং আছে। প্রত্যেক ভুল উত্তর এর জন্য ১ নম্বর। 

মেরিট লিস্ট প্রস্তুত হবে সেকেণ্ড সেশনের ওপর ভিত্তি করেই। প্রতি সেশনে মিনিমাম কোয়ালিফাইং নম্বর জেনারেল ক্যাটাগরিতে ৩০% 

হাবিলদার পদের জন্য ফিজিকাল এফিসিয়েন্টি টেস্ট হবে৷ 

পরীক্ষার সিলেবাস দিয়ে দিলাম। আগ্রহী পরীক্ষার্থীরা সম্পূর্ণ বিজ্ঞপ্তি খুব ভালো করে পড়ে অবশ্যই ফর্মফিলাপ করবেন।।

আপনাদের সাফল্যের অগ্রিম শুভেচ্ছা রইল।\

Apply Now- Click here

Download Official Notification 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

WhatsAp Group Join Now
Telegram Group Join Now