BREAKING

আপনার যা প্রয়োজন এখানে সার্চ করুন

রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২

WBPSC তে চাকরির বিজ্ঞপ্তি জারি 2022 | আবেদন চলবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত

আমাদের এই ওয়েবসাইটে আপনি চাকরির পরীক্ষার প্রস্তুতি জন্য গুরুত্বপূর্ণ নোট পত্র এর‌ পাশাপাশি  বর্তমানে কোন কোন সরকারি চাকরির ফর্ম ফিলাপ বা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে  তা বিস্তারিত জানতে পারবেন

WBPSC তে চাকরির বিজ্ঞপ্তি
WBPSC JOB NEWS 2022


⬛পদের নাম-  অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (Assistant Director) 


◼️মাসিক বেতন- 

প্রতি মাসে 56,100 – 1,44,300 টাকা থেকে শুরু।

◼️ডিপার্টমেন্টঃ  TECHNICAL EDUCATION AND TRAINING,GOVT. OF W.B


◼️শিক্ষাগত যোগ্যতা-  যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি করা থাকতে হবে|

স্বীকৃতিপ্রাপ্ত কোনো টেকনিক্যাল প্রতিষ্ঠান থেকে এক বছরের প্র্যাকটিকাল/ টিচিং অভিজ্ঞতা থাকতে হবে। 

বাংলা ভাষায় লিখতে ও পড়তে জানতে হবে।


⬛বয়সসীমা- আবেদনকারীর বয়স 37 বছরের কম হতে হবে। বয়সের হিসেব করতে হবে 01.01.2022 তারিখ অনুযায়ী।। বয়স হিসাব করতে হবে 1 জানুয়ারি, 2022 তারিখের হিসেবে।




Related Post-

1. ব্লক লেভেল পদে নিয়োগের বিজ্ঞপ্তি

2. RRC Recruitment 2021 দশম শ্রেণি পাশেই চাকরি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ 

4. পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে নিয়োগ

5.1550 শূন্যপদে আয়কর দপ্তরে নিয়োগ


🔵আবেদন পদ্ধতিঃ



পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে আমরা আবেদন করার লিংক দিয়ে রেখেছি। এই মুহুর্তে আবেদন প্রক্রিয়া চালু রয়েছে এবং যা চলবে আগামী ২১ ফেব্রুয়ারি ২০২২ তারিখ পর্যন্ত


আবেদন ফিঃ

প্রার্থীদের ক্ষেত্রে অবদান ফি  210 টাকা টাকা ধার্য করা হয়েছে |


  • আবেদন করার শুরু  তারিখ:- 01.02.2022
  • আবেদন করার শেষ তারিখ:- 21.02.2022
  • আবেদন ফি জমা শেষ তারিখ:- 21.02.2022 

নিয়োগ প্রক্রিয়াঃ 

স্ক্রিনিং টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করে উক্ত পদে নিয়োগ করা হবে।

এই সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে লিংকে ক্লিক করুন 👇⤵️⬇️

Official Notice: Download Now

Official Website: Click Here

আবেদনে করতে: click here



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Do you have any doubts? chat with us on WhatsApp
আমি আপনাকে কি ভাবে সাহায্য করতে পারি? Skguidebangla is typing ...
আপনি এখানে লিখুন...