7 হাজার শূন্যপদে। ক্লার্ক নিয়োগ। জানুন বিস্তারিত তথ্য

আমাদের এই ওয়েবসাইটে আপনি চাকরির পরীক্ষার প্রস্তুতি জন্য গুরুত্বপূর্ণ নোট পত্র এর‌ পাশাপাশি  বর্তমানে কোন কোন সরকারি চাকরির ফর্ম ফিলাপ বা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে  তা বিস্তারিত জানতে পারবেন


যেসব ব্যাংকে নিয়ােগ করা হবে- ব্যাঙ্ক অফ বরােদা,ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, কানাড়া ব্যাঙ্ক,সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, পাঞ্জাব এন্ড সিন্ড ব্যাঙ্ক, ইউকো ব্যাংক, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

⬛পদের নাম: ক্লার্ক (Clerk)

 ◼️মোট শূন্যপদ: ৭৮৫৫

 ◼️আবেদন মোড: অনলাইন

 ◼️শেষ তারিখ: 27/10/2021

◼️ শিক্ষাগত যোগ্যতা:যেকোন শাখায় গ্র্যাজুয়েশন পাশ।নিয়ােগ পদ্ধতি নিয়ােগ করা হবে প্রিলিমিনারি ও মেইন পরীক্ষার মাধ্যমে। 

প্রিলিমিনারি পরীক্ষা হবে ২০২১ সালের ডিসেম্বর মাস নাগাদ।

প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে পারে আগামী বছর জানুয়ারি মাসে। 

অনলাইনে মেইন পরীক্ষা হবে ২০২২সালের ফেব্রুয়ারি মাস নাগাদ।

প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস-

১) ইংরেজি-৩০ নম্বর

২) গণিত- ৩৫ নম্বর

৩) রিজনিং- ৩৫ নম্বর

পরীক্ষার কেন্দ্র- পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে পরীক্ষা কেন্দ্র আছে।

প্রিলিমিনারি পরীক্ষার কেন্দ্র গুলি হল-আসানসােল, দুর্গাপুর, কলকাতা, হুগলি, কল্যাণী,শিলিগুড়ি। 

মেইন পরীক্ষার কেন্দ্র গুলি হল-আসানসােল, কলকাতা, কল্যাণী, শিলিগুড়ি। 

◼️Application Fees:অনলাইনে আবেদন করার সময় আবেদন ফি বাবদ জমা দিতে হবে ১৭৫ টাকা (SC,ST/ PWD/ EXSM -এর ক্ষেত্রে) এবং ৮৫(UFOBC ও বাকি অন্যান্যদের ক্ষেত্রে)।/

এখনি আবেদন করতে নীচে দেওয়া লিংকে ক্লিক করুন

আবেদন পদ্ধতি Apply Now

Download Official Notice -  click here

Related Post-

1. ব্লক লেভেল পদে নিয়োগের বিজ্ঞপ্তি

2. RRC Recruitment 2021 দশম শ্রেণি পাশেই চাকরি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ 

4. পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে নিয়োগ

5.1550 শূন্যপদে আয়কর দপ্তরে নিয়োগ


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

WhatsAp Group Join Now
Telegram Group Join Now