নমস্কার,
শুরু হচ্ছে পশ্চিমবঙ্গে রাজ্যে চাকরির মেলা।(Job Fair in West Bengal 2021) ২০২১ সালে পশ্চিমবঙ্গে মিলন উৎসবের ইন্টারভিউ দিয়েই বেসরকারি চাকরি পাওয়া যাবে।
◼️West Bengal job fair/ পশ্চিমবঙ্গ চাকরি(job fair 2021)মেলা কি?
✳️পশ্চিমবঙ্গ(west Bengal) রাজ্যের শিক্ষিত বেকার ছাত্রছাত্রীদের বেসকারি চাকরি পাওয়ানোর উদ্দেশ্যে এই চাকরির মেলার উৎসবের আয়োজন করা হয়।
✳️পশ্চিমবঙ্গ রাজ্য চাকরির মেলায়(job fair) রাজ্যের বিভিন্ন ছোট-বড়ো বেসরকারি য়কম্পানি উপস্থিত থাকে। এই সব কোম্পানিরা শুধুমাত্র Interview ও অভিজ্ঞতার বিচার করে ছাত্রছাত্রীদের চাকরি দেয়।
◼️কারা কারাএই পশ্চিমবঙ্গ রাজ্যে চাকরি মেলায় ২০২১ -এর জন্য আবেদন করতে পারবেন?
✔️পশ্চিমবঙ্গের বসবাস কারি সকল স্থায়ী বাসিন্দা আসে যাদের বেসরকারি চাকরির প্রয়োজন।এখানে পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত শিক্ষিত ছাত্র ছাত্রীরা বেসরকারি চাকরির জন্য সুযোগ পাবে।
◼️শিক্ষাগত যোগ্যতা বা Educational qualifications কি?
✳️Official Websiteছ এই বিষয়ে নির্দিষ্ট কোনো যোগ্যতা বলা ।তবে ন্যুনতম মাধ্যমিক পাশে এই চাকরি মেলাতে অংশগ্রহণ করা হবে।
◼️পশ্চিমবঙ্গ রাজ্য মেলা শুরু কবে থেকে?
✔️1st February 2021 থেকে শুরু হবে।
◼️Job Fair ২০২১ কোথায় হবে?
✔️Park Circus Maidan,
Suhrawardy Ave,
Beniapukur, Kolkata,
West Bengal 700017
✳️Official Website link :
http://milanutsav.webservicelive.in/
◾আবেদন করার লিঙ্ক : Click Here
◾Google Map link: Click Here
✅রাজ্য চাকরি মেলাতে অংশগ্রহণ করতে কিভাবে আবেদন করতে হবে?
পশ্চিমবঙ্গ রাজ্য চাকরি মেলায় ২০২১-এর জন্য Online আবেদন শুরু 18 January 2021 থেকে। পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের সমস্ত তথ্য দিয়ে অবেদন ফর্ম ফিলাপ করতে হবে।
আরোও দেখুন👇👇👇
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন